শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু > গোমস্তাপুরে এক মেয়ের আত্নহত্যা
জাকির হোসেন পিংকু ও আব্দুস সালাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলায় সোমবার বিকেলে বৈদ্যুতিক খুঁটির সাথে বাড়ির কাপড় শোকানোর জন্য টানানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারন নামক এক গৃহবধুর মৃত্যু হয়েছে।নিহত গৃহবধু শেখটোলা গ্রামের খুদু মড়লের স্ত্রী তারন বিবি(২৫)।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে এক মেয়ে গলায় অরনা পেচিয়ে আত্নহত্যা করেছে। জানা যায় গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের মো: আলমের মেয়ে সিরিন(৯) ঘরের তীরবর্গার সাথে অরনা পেচিয়ে আত্নহত্যা করে। পারিবারিক সূত্রে জানা্ যায় সে মানসিক ভারসাম্যহীন ছিল।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে এক মেয়ে গলায় অরনা পেচিয়ে আত্নহত্যা করেছে। জানা যায় গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের মো: আলমের মেয়ে সিরিন(৯) ঘরের তীরবর্গার সাথে অরনা পেচিয়ে আত্নহত্যা করে। পারিবারিক সূত্রে জানা্ যায় সে মানসিক ভারসাম্যহীন ছিল।