গোমস্তাপুর উপজেলা নির্বাচনে ১০ জনের মনোনয়ন জমা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রবিবার তিন পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার খন্দকার ইয়াসির আরেফিন এর কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা আ’লীগ সভাপতি হুমায়ন রেজা, উপজেলা বিএনপির সভাপতি বাইরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আসাদুল্লাহ আহম্মদ, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান সর্দার। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে রহনপুর পৌর আ’লীগ সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির তাজের হোসেন, রহনপুর পৌর কাউন্সিলর আশরাফুল হক, সাবেক চেয়ারম্যান লোকমান হাকিম। ভাইস চেয়ারম্যান মহিলা পদে আ‘লীগ সমর্থিত মিলিয়ারা বেগম, বিএনপি সমর্থিত নুরুন নেসা বাবলি ।