মোহাম্মদ আলির বাড়িতে শোকের মাতম
শফিকুল ইসলাম,শিবগঞ্জ প্রতিবেদক: গত বূধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে সালাউদ্দিন সেনানিবাসে বিজিবির প্রশিনকালে মর্টার সেলে নিহত বিজিবির সদস্য মোহাম্মদ আলির বাড়িতে চলছে শোকের মাতব। বৃহস্পতিবার দুপুরে নিহত মোহাম্মদ আলির বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পুলের উপর গ্রামে গেলে তার পিতা বিজিবির অবসর প্রাপ্ত সদস্য মোহাঃ রবিউল আলম জানান গতকাল বুধবার সকাল ৬টা ২০ মিনিটে আমার ছেলে মোবাইল ফোনে আমার ও তার মা সাথে কথা বলে। সে বলেছিলে আমি আগামী কাল বাড়ি আসবো। আমরা জানতাম না আমার ছেলে শেষ বারের মত বাড়ি আসছ্।ে তিনি আরো জানান আমার ছেলে জানতে পেরেছিল বলে শুধু আমরাকে দোয়া করতে ও তার একমাত্র মেয়ে মিতু(৩) কে ভালভাবে দেখা শুনা করতে বলে। কথা গুলো বলতে বলতে তিনি ও তার স্ত্রী অর্থাত নিহতের মা সমিজা বেগম বার বার মুর্ছা যাচ্ছিল। মোহাম্মদ আলির স্ত্রী মাহমুদা বেগম আমার কি হবে বলেইঅজ্ঞান হয়ে যায়। তার মেয়েটি শুধু ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল। সে বুঝেনি তার পিতা নেই। এ সময় তার পরিবার সহ সারা গ্রামের চলছিল শোকের মাতম।মোহাম্মদ আলি তিন ভাইয়ের বড় ছিলেন। তার অভাবে তার পরিবার চোখে অন্ধকার দেখছে। বৃহস্পতিবার বেলা ২টায় তার লাশ পৌঁছার কথা থাকলেও অনিবার্যকারন বশত লাশ আসতে সকাল হয়ে যাবে বলে তার পরিবারজানান। অন্যদিকে মোহাম্মদ আলির শোকাবহ পরিবারকে বিজিবির ৯ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক পি এসসি তার বাড়ি যান এবং শান্তনা দেন।এসময় তিনি বলেন মোহাম্মদ আলির জানাজা আগামীকাল সকাল ৯টায়া মনাকষা বিওপির সামনে অনুষ্ঠিত হবে বিজিবির রীতিনীতি অনুযায়ী যথাযথ মর্যদায় দাফন করা হবে। তিনি আরো বলেন মোহাম্মদ আলির পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং তার মেয়ের লেখাপড়ার খরচ বিজিবির প থেকে বহন করা হবে।