আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্য দিয়ে বসন্ত বরণ
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামের কোল আদিবাসীরা যৌথভাবে বসন্ত বরণ উদযাপন করে। এ উপলে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন সরকারি কলেজের অধ্য সুলতানা রাজিয়া। শোভাযাত্রাটি শহর প্রদণিকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি সৌধের সামনে যাত্রা বিরতি দেয়। এখানে কোল আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘দাশাই’ নাচ পরিবেশিত হয়। এরপর শোভাযাত্রাটি পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে। শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।
বন্ধুসভার সভাপতি রফিক হাসান বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ মাযাহারুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনামিকা ঠাকুর, নীলিমা সাহা, দবন কুমার, প্রকাশ বাবু, নূরুল ইসলাম, কানাই চন্দ্র দাস, আনিকা ইসলাম, ডরিন প্রমূখ। কবিতা আবৃত্তি করেন অধ্যাপক আজিজুর রহমান, আব্দুল বারি ও কৌতুক পরিবেশন করেন ইজা।