চাঁপাইনবাবগঞ্জে স্ট্যান্ডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট শুরু
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্ট্যান্ডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুনামেন্ট ২০১৩/১৪ এর ্আজকের খেলায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় ১৩.৫ ওভারে ৬৮ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে হালিম ২২ ও হামজালা ১৮ রান করে। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বোলার রিফাত ৪.৫ ওভারে ১১ রানে ৮টি ও আতিক ৩ ওভারে ৯ রানে ১টি উইকেট লাভ করে। ৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে নূর ২০ ও রিফাত উভয় ১৩ রান করে সংগ্রহ। রাজারামপুর হামিুদল্লাহ উচ্চ বিদ্যালয়ের বোলার শাহাদাত ৩.৩ ওভারে ৯ রানে ১টি ও হালিম ২ ওভারে ১৩ রানে ১টি উইকেট লাভ করে।