নাচোলে মুগ ডাল চাষ বিষয়ক কৃষক প্রশিণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার উচু বরেন্দ্রভূমিতে মুগ ডাল চাষ নিয়ে কৃষক প্রশিণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ফুলকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিণ অনুষ্ঠিত হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশনের ‘খরা ব্যবস্থাপনার মাধ্যমে উচু বরেন্দ্র এলাকায় শষ্য নিবিড়করণ প্রকল্পের আওতায় এই প্রশিনে স্থানীয় ১০০ জন কৃষক অংশগ্রহন করেন। এতে প্রশিণ দেন রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত পরিচালক রবীন্দ্র কুমার মজুমদার, প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. আব্দুস সালাম, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল হক প্রমুখ।
এসময় রবীন্দ্র কুমার মজুমদার জানান, বরেন্দ্র অঞ্চলে গম ও আলু চাষের পর যে সব জমি পতিত পড়ে থাকে ওই জমিতেই কম খরচে মুগ ডাল চাষ করা সম্ভব। মুগ ডাল চাষ করলে প্রতি বিঘা জমিতে মাত্র দেড় হাজার টাকা খরচ করেই ১০/১২ হাজার টাকা আয় করা সম্ভব। এ বছর প্রকল্পের অধীন ৪০০ বিঘা জমিতে মুগডাল চাষ করা হবে। তিনি আরো জানান, গম ও আলু আবাদের পর শুধুমাত্র নাচোল উপজেলায় ৬০ হাজারের অধিক বিঘা জমি পতিত থাকে। এই জমিগুলোতে মুগ ডাল আবাদ করলে কৃষকের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি জমির উর্বরা শক্তিও পারবে। কারণ মুগডালের গাছ জমিতে পচে জৈব সারের কাজ করবে।
এসময় রবীন্দ্র কুমার মজুমদার জানান, বরেন্দ্র অঞ্চলে গম ও আলু চাষের পর যে সব জমি পতিত পড়ে থাকে ওই জমিতেই কম খরচে মুগ ডাল চাষ করা সম্ভব। মুগ ডাল চাষ করলে প্রতি বিঘা জমিতে মাত্র দেড় হাজার টাকা খরচ করেই ১০/১২ হাজার টাকা আয় করা সম্ভব। এ বছর প্রকল্পের অধীন ৪০০ বিঘা জমিতে মুগডাল চাষ করা হবে। তিনি আরো জানান, গম ও আলু আবাদের পর শুধুমাত্র নাচোল উপজেলায় ৬০ হাজারের অধিক বিঘা জমি পতিত থাকে। এই জমিগুলোতে মুগ ডাল আবাদ করলে কৃষকের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি জমির উর্বরা শক্তিও পারবে। কারণ মুগডালের গাছ জমিতে পচে জৈব সারের কাজ করবে।