নাচোল উপজেলা নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায়

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
সহকারি রিটার্নিং অফিসার ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমি জানান, উপজেলা নির্বাচনে  প্রতীক বরাদ্দ প্রাপ্তরা হলেন চেয়ারম্যান পদে আব্দুল কাদের (আ’লীগ) ঘোড়া প্রতীক, মজিদুল হক (বিএনপি) কাপ-পিরিচ, আবু তাহের খোকন (বিএনপি) মটরসাইকেল, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম (জামায়াত) আনারস, ভাইস চেয়ারমান পদে মজিবুর রহমান (আ’লীগ) চশমা, দুরুল হোদা (বিএনপি) তালা, শফিকুল ইসলাম (বিএনপি) মাইক, ইয়াকুব আলী (জামায়াত) নলকূপ ও মহিলা ভাইস চেযারম্যান পদে প্রতিমা রানী (আ’লীগ) হাঁস, রাশেদা বেগম রুনা (বিএনপি) কলস, নাজমা বেগম (বিএনপি) পদ্মফূল, রেহেনা খাতুন (জামায়াত) বৈদ্যুতিক পাখা। প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।

,