অবশেষে মানজুরা বেগম টুকনের চেষ্টায় মনাকষা মুক্তিযোদ্ধা অফিসে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি
শফিকুল ইসলাম,শিবগঞ্জ প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের ৪২ বছর পরও মনাকষা মুক্তিযোদ্ধা অফিসে ছিল না জাতির জনক বঙ্গবন্ধুর ছবি। আর এই বিষয়টি জানতে পেরে সোমবার শিবগঞ্জ উপজেলার আওয়ামীলীগ কর্মী মানজুরা বেগম টুকন নিজেই বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি নিয়ে হাজির হন মুক্তিযোদ্ধা অফিসে। পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের কাছে ছবি দুইটি হস্তান্তর করেন। ফলে অবশেষে মুক্তিযোদ্ধা অফিসে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি। এই নিয়ে মানজুরা বেগম টুকন জানান আমি যখন আমার স্বামী অধ্যাপক তরিকুল আলমের কাছে জানতে পারলাম মনাকষা মুক্তিযোদ্ধা অফিসে বঙ্গবন্ধুর ছবি নেয় তখন আমি বিশ্বিত হয়েছি সেই সাথে কষ্ট পেয়েছি। পর দিন আমি চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ছবি কিনে নিয়ে আসি।
সোমবার মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মানজুরা বেগম টুকন নিজেই বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি টাঙ্গানো শেষে বলেন আমার ভাল লাগছে যে দেরিতে হলেও আমাদের মুক্তিযোদ্ধা অফিসে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি শোভা পাচ্ছে। এই সময় তিনি বলেন আমি মনে করি বঙ্গবন্ধু আমাদের সকল প্রেরণার উৎস।
মনাকষা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আলহাজ্ব মোহাঃ আকবর আলি বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি টাঙ্গানোর সময় বার বার জানানো সত্তেও উপস্থিত হননি। তিনি উদ্যোগ না নিলেও তিনি বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি টাঙ্গানো নিয়ে উপস্থিত মুক্তিযোদ্ধাদের কাছে কৈফিয়ত চান।
এই নিয়ে মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মন্টু, মজনু, গোলাম মোস্তফা, তোজাম্মেল, আমজাদ, আনেসুর, জবদুল, জয়নাল সহ উপস্থিত অনেকেই জানান মনাকষা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আলহাজ্ব মোহাঃ আকবর আলি জামায়াত ঘেষা হওয়ায় ছবি টাঙ্গানোর বিষয়ে বরবরই অনিহা দেখিয়ে এসেছেন, তবে আকবর আলি বিষয়টি অস্বিকার করেন।