রহনপুর রেল বন্দর পরিদর্শনে নেপালী রাষ্ট্রদূত

আব্দুস সালাম,গোমস্তাপুর প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত নেপালী রাষ্ট্রদূত হারি
কুমার শেষ্ট্রা বুধবার দেশের ২য় রেলওয়ে স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর পরিদর্শন করেন। তিনি সকাল ১১টার দিকে সড়কপথে রহনপুর রেলবন্দরে এসে পৌছলে তাকে স্বাগত জানান চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী শকুনতলা শেষ্ট্রা,দূতাবাস কর্মকর্তা নির্মল প্রসাদ ভট্রারায়,চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)নজরুল ইসলাম, রেলওয়ের পাকশী ডিভিশনের ডিআরএম প্কংজ কুমার সাহা ও রাজশাহী রেলওয়ের সিওপিএস মোশারফ হোসেন। পরে তিনি এ রেল রুটের জিরো পয়েন্ট বাঙ্গাবাড়ীর শিবরামপুর পরিদর্শন করেন। তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান,ভারত এ রুট দিয়ে ট্রানজিট দিতে রাজি হওয়ায় এবং এ রেলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন হলে দ্রুত এ পথে নেপালে যাত্রী ও মালামাল পরিবহন সহজ হবে। তিনি আরোও আশা প্রকাশ করে বলেন এ রুটে নেপালের পাশাপাশি ভূটানের সাথেও যোগাযোগ সহজ হবে। উল্লেখ্য যে, বাংলাদেশের রহনপুর- ভারতের সিংগাবাদ রেল রুট দিয়ে নেপালে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বর্তমানে চালু রয়েছে। রহনপুর রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি সড়কপথে নওগাঁ রওনা হন।