সরস্বতি পূজা >বিদ্যা দেবীর মন্ডপে শিক্ষার্থী-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মঙ্গলবার হিন্দু স¤প্রদায়ের সরস্বতি পূজা পালিত হয়েছে। নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্ডপ, ক্লাব, পারিবারিকভাবে পূজা অর্চনার মধ্যদিয়ে ভক্তরা স্বরণ করেছে বিদ্যার দেবী সরস্বতিকে।
এদিকে দিনভর নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বটতলায় স্থাপিত পূজা মন্ডপে কলেজ কতৃপক্ষের সহযোগিতায় সনাতন একতা সংঘের সার্বিক তত্বাবধানে পালিত হয় পূজা।
এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় কলেজের উপাধাক্ষ প্রফেসর গোলাম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাণীবিদ্যা বিভাগের প্রধান সুজিত নারায়ন কোঙ্কর, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সুবীধ কুমার মৈত্র, বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু প্রমুখ। পরে সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে দিনভর নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বটতলায় স্থাপিত পূজা মন্ডপে কলেজ কতৃপক্ষের সহযোগিতায় সনাতন একতা সংঘের সার্বিক তত্বাবধানে পালিত হয় পূজা।
এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় কলেজের উপাধাক্ষ প্রফেসর গোলাম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাণীবিদ্যা বিভাগের প্রধান সুজিত নারায়ন কোঙ্কর, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সুবীধ কুমার মৈত্র, বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু প্রমুখ। পরে সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।