সবাই মিলে ভাল কিছু করা সম্ভব সেই প্রমানই দিচ্ছে পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ > শীতার্তরা পেল বন্ধুত্বের উষ্ণতা

জেলা প্রশাসন ও বেসিক ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গায় ২’শ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ চত্বরে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরদার শরাফত আলী । আলহাজ্ব একরামুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেসিক ব্যাংকের পরিচালক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সিনিয়র সাংবাদিক ও সংঘের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকসহ অনান্যরা।
পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ অনেক আগে প্রতিষ্ঠিত হলেও গত দুই বছর আগে এলাকার একটি মৃত পুকুর সংস্কারের মাধ্যমে আবারো আলোচনায় আসে। সেয় পঁচা পুকুরের নামেই মানুষ চিনত এলাকাটিকে। এখন গ্রামের সেই ময়লা দূর্গন্ধযুক্ত মশার বাসভুমি পচা পুকুরটি নেয়।সংঘের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকের নেতৃত্বে গ্রামের যুবকদের শ্রম ও চেষ্টা আর গ্রামের সব শ্রেণী পেশার মানুষের আর্থিক সহয়োগিতায় সংস্কার হয়েছে পুকুর। বাধানো হয়েছে পুরুরের পাড়।এরজন্য ব্যয় হয়েছে প্রায় সাড়ে ছয় লাখ টাকা। যারমধ্যে প্রায় পোনে পাঁচ লাখ টাকায় নগদ সাহায্য দিয়েছেন গ্রামের সাধারণ মানুষ। পুকুরের পাশেই এখন বিশাল মাঠ সেখানেই বিকালে গ্রামের তরুনদের আনাগোনা। বছর জুড়ে কখনো ফুটবল কখনো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন  চলতে থাকে। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে বাংলা মায়ের দামাল সন্তান বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর স্মরণে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই নিয়ে সংঘের তরুন সংগঠক জামাল উদ্দীন আশা বলেন আমাদের গ্রামের তরুনদেরকে খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রমে আমরা সবসময় নিয়োজিত রাখি ফলে তারা কোণ ধরনের মন্দ কাজে যায় না।
এছাড়া সন্ধার পর গ্রামের মুরুব্বিরা এখানে আসেন পেপার পড়েন, গ্রামের কোন সমস্যা হলে তা নিয়ে সকলের মাঝে আলোচনা হয় ও সেটা সমাধানে আমরা সকলেই একসাথে কাজ করি।
সকলের অংশ্ গ্রহনে যে বড় কিছু করা সম্ভব দিন দিন তারই যেন প্রমান দিচ্ছে যেন চাঁপাইনবাবগঞ্জ শহরের পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ। 

,