গণজাগরণ মঞ্চের প্রথম বর্ষিকী উদযাপিত

জাগরণ যাত্রা ও শপথ পাঠের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে গণজাগরণ মঞ্চের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের সেন্টু মার্কেটের সামনে গণজাগরণ মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। শপথ শেষে বের করা হয় জাগরণযাত্রা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো জাগরণমঞ্চে এসে সংপ্তি বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মাদ ইব্রাহিম। জাগরণের গান শোনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।