রাণীহাটিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি হাইস্কুলের সামনে বুধবার বিকেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডলি (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত ডলি সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোক্তার আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে  ইসলামপুর থেকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেকলাভাঙ্গা গ্রামে বোনের বাড়িতে স্বামী-সন্তানসহ দাওয়াতে আসছিলেন ডলি। সন্ধ্যা ৬টার দিকে রাণীহাটি হাইস্কুলের সামনে বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ডলি মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।