সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সামনে বেলা সাড়ে ১১ টা থেকে প্রায় ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধন কর্মসুচিতে স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করে। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইবাবগঞ্জ জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ডাবুল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। সমাবেশে বক্তরা দীর্ঘ দুই বছরেরও সাগর রুনি হত্যাকান্ডের বিচার না হওয়ার জন্য ােভ প্রকাশ করেন। অবিলম্বে হত্যাকারিদের গ্রেফতার করে দ্রুততম সময়ে বিচার শেষ করাও জোর দাবি জানানো হয় সমাবেশে।