চাঁপাইনবাবগঞ্জে সংসদ সদস্যের অফিসে ককটেল হামলা
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল ওদুদের কার্যালয় হিসেবে ব্যববহৃত একটি ভাড়া বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, শনিবার রাত ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাসায় পরপর দুটি ককটেল ছুঁড়ে। ককটেল দুটি বাড়ির বারান্দায় বিস্ফোরিত হয়। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। ওসি আরো জানান, ককটেল বিস্ফোরণের বাসায় কেউ ছিলেন না। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
পাঠানপাড়ার এই বাসাটি ভাড়া নিয়ে আগে বসবাস করতেন আব্দুল ওদুদ। এখন এই বাসাটি অফিস হিসেবে ব্যবহার করতেন এবং দলীয় কার্মকান্ড পরিচালনা করতেন।
পাঠানপাড়ার এই বাসাটি ভাড়া নিয়ে আগে বসবাস করতেন আব্দুল ওদুদ। এখন এই বাসাটি অফিস হিসেবে ব্যবহার করতেন এবং দলীয় কার্মকান্ড পরিচালনা করতেন।