যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব দনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জোসনা বেগম (৪০) নামে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন (২৪) নামে আরেকজন আহত হয়েছেন।
পূর্ব দনিয়ার ৫৭৬ নম্বর বাসার নিচে শনিবার বিকেল সোয়া পাঁচটায় এ ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগমের স্বামী মোশারফ হোসেন ফুলচাঁন
জানান, শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে দোতলার বাসা থেকে নিচে পানি আনতে যান জোসনা। এ সময় বাসার নিচে দাঁড়ানো বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে জোসনা ও আনোয়ার হোসেন নামে আরেক ব্যক্তি আহত হন।
আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আহত আনোয়ার হোসেনের ডানহাতের কব্জি সম্পূর্ণ উড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।