অস্ত্র আইনে একজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে গতকাল সোমবার একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েেেছন আদালত। স্পেশাল ট্রাইব্যুনাল-২এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান  এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বাখরআলী বিশ্বনাথপুর গ্রামের বাদল আলীর ছেলে সোহেল রানা (২০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ৪ এপ্রিল র‌্যাব-৫ বিনোদপুর কাম্পের একটি মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের তিন রাস্তার মোড় থেকে বেলা ১টার সময় ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলিসহ সোহেল রানাকে গ্রেফতার করে। পরে শিবগঞ্জ থানায় ধৃত ব্যক্তিকে সোপর্দ করা হয় এবং ওই দিনই ডিএডি রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন।

,