জাহাঙ্গির মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে দূরন্ত বালিয়া ঘাট্টা
বালিয়াঘাট্টা ইয়ংজেনারেশন আয়োজিত জাহাঙ্গির মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে দূরন্ত বালিয়া ঘাট্টা। কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের খেলায় তারা ৭ উইকেটে বালিয়াঘাট্টা রয়েলসকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বালিয়াঘাট্টা রয়েলস ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করতে সমর্থ হয় । জবাবে ৯৬ রানের লে ব্যাট করতে নেমে দূরন্ত বালিয়াঘাট্টা ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লে পৌঁচ্ছে যায়।