রাজশাহীতে নাসিমের গাড়িবহরে হামলা
চারঘাট থানার ওসি গোলাম মুর্তুজা বলেন, দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ পাহারায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম চারঘাটে যাওয়ার পথে তার গাড়ি লক্ষ্য করে অবরোধকারীরা হাতবোমা নিক্ষেপ করে। এ সময় তারা সারদা পুলিশ একাডেমির গেটের সামনে দুটি ও সাদরা বাজারে দুটি ককটেল গাড়ি বহর লক্ষ্য করে ছুড়ে মারে। তবে বোমাগুলো গাড়িতে লাগেনি। রাস্তার ওপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। আতঙ্ক সৃষ্টি করার জন্য অবরোধকারীরা এ বোমা হামলা চালিয়েছে বলেন ওসি মুর্তুজা।
তিনি বলেন, চারঘাট শহীদ মিনার মাঠে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহরিয়ার আলমের নৌকা প্রতীকের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। মোহাম্মদ নাসিম সরাসরি সেই জনসভায় যোগ দেন বলে ওসি মুর্তুজা জানান।