পাঁচ হাজার টাকায় নেটবুক দোয়েল
২০১৪
সালের শুরুতেই অর্ধেক দামে পাওয়া যাচ্ছে নেটবুক। বাজারজাত করা হচ্ছে দোয়েল। মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে দেশি ব্র্যান্ডের প্রাইমারি-২১০২ মডেলের নেটবুক।
বুধবার থেকে গুলিস্তানের বিটিসিএল ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার, গাজীপুরের টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিপণন সেন্টার এবং খুলনার বিসিএল ওয়ান পয়েন্ট থেকে বিক্রি করা হচ্ছে সাশ্রয়ী মূল্যের এই নেটবুক।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব বিক্রয় সেন্টার থেকে দোয়েলের সবচেয় কম মূল্য ১০ হাজার ৫০০ টাকার নেটবুক বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকায়। ৩২০ জিবি ধারণ ক্ষমতার বেসিক ০৭০৩পি বিক্রি করা হচ্ছে ১৩ হাজার ৩০০ টাকায়। এর পূর্বমূল্য ছিল ১৫ হাজার ৫০০ টাকা। এ ছাড়া একই মডেলের ২৫০জিবি হার্ডডিক্সের নোটবুক বিক্রি করা হচ্ছে ১৩ হাজার টাকায়।
পূর্বমূল্য ২০ হাজার ৩০০ টাকার স্ট্যান্ডার্ড ২৬০৩ মডেলের নোটবুক ১৪ হাজার, অ্যাডভান্স-১৬১২ নোটবুক ১৪ হাজার, অ্যাডভান্স ১৬১২ মডেল ২০ হাজার এবং ১৬১২ই মডেল বিক্রি করা হচ্ছে ২১ হাজার টাকায়।