এমপি হতে তৎপর চাঁপাইনবাবগঞ্জের একঝাঁক নারী নেত্রী

১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্টতা পেয়ে সরকার গঠনের পর পরই সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে তৎপরতা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের একঝাঁক নারী নেত্রী। আওয়ামীলীগের গত মেয়াদে হাতেগোনা মাত্র দু’ একজন  সংর¶িত মহিলা আসনে সংসদ সদস্যের মনোনয়ন করায় মনোনীত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী এ্যাড. শওকত আরা। এবার শওকত আরাকে ঘিরে দলীয় নেতা কর্মীদের নেতিবাচক মনোভবের কারণে এবার রেকর্ড সংখ্যক প্রার্থী মাঠে নেমেছে। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা আ’লীগের প্রায় ১০ জন নারী নেত্রী স্থানীয় মূল সংগঠনসহ সহযোগী সংগঠনের নেতাদের সুপারিশ নিয়ে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ঢাকায় জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে নির্বাচন শেষে সংর¶িত মহিলা আসনে সংসদ সদস্য’র মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন জেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও সংর¶িত মহিলা আসনে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শওকত আরা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম, জেলা যুব মহিলা লীগের আহŸায়ক এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা এবং যুগ্ম আহŸায়ক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাš—না হক শান্তা, আওয়ামীলীগ নেত্রী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার সাকিনা খাতুন পারুল, চাঁপাইনবাবগঞ্জ আদালতের এপিপি আনজুমানারা বেগম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর বেবি, শিবগঞ্জের শিউলী বেগম।
স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের মাঝে তাদের নিয়ে জোর আলোচনা চলছে। জেলা মহিলা আ’লীগের সদস্য উম্মে হানী মিলি জানান, গত ১০বছর আগে গঠিত জেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও ৯ম জাতীয় সংসদের সংর¶িত আসনে সংসদ সদস্য হিসেবে এ্যাডভোকেট শওকত আরা বেগম নির্বাচিত হলেও পরিবারতন্ত্র কায়েম এবং স্থানীয় আ’লীগের কোন কর্মকান্ডে তাকে দেখা যায়নি। বিএনপির নারী কর্মীরা সরকার বিরোধী মিছিল মিটিং অব্যাহত রাখলেও শওকতারা বেগম গত ৫বছরে কোন মিছিল কিংবা সমাবেশে দেখা যায়নি। সাধারণ সম্পাদক অধ্যাপক মাহমুদা খাতুন দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান কারণে তাকে আ’লীগের কোন কর্মকান্ডে পাওয়া যায় না। দলীয় সূত্রগুলো জানিয়েছে, মহিলা আওয়ামীলীগের কোনই কার্যক্রম চোখে পড়েনি। মহিলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবার খবর নেই সাধারণ কর্মীদের কাছে। সে স্থানে যুব মহিল লীগের নেতা কর্মীরাই মাঠে ছিলেন বেশ ভালভাবেই।
জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হওয়ার পর নারীদের নিয়ে নানামুখি কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছাকাছি এসেছেন। আন্দোলন কর্মসুচিতেও থাকেন সোচ্চার। একইভাবে উপজেলার ভাইস চেয়ারম্যান ও পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলর হিসেবে দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের কাছাকাছি থাকনে হালিমা বেগম, সাকিনা খাতুন পারুল, শান্তনা হক শান্তা, বেবি।
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ, শি¶িত ও ভাল সংগঠককে চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য সংর¶িত মহিলা আসনে সংসদ সদস্য উপহার দিবেন এমনটায় দাবি স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীদের।