চলে গেলেন শিক্ষক হুমায়ুন কবির
জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির পরলোক গমন করেছেন। গত শনিবার দিবা গত রাত সোয়া ২ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। রোববার বিকেল সাড়ে ৪ টায় শহরের বেলেপুর কবরস্থানে নামাজে জানাযা শেষে মরহুমের দরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে ৩ মেয়ে ও ১ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উদীচী শিল্পীগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি ছিলেন।