স্বাধীন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ন কবিরের স্মরণে সভা

স্বাধীন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষাবিদ হুমায়ন কবির স্মরণ সভা স্থানীয় শহীদ সাটু হল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বাধীন সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ সাইদুর রহমান স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম, বিশিষ্ট সঙ্গিত শিল্পী সিরাজুল ইসলাম, নইমুল বারী, এ্যাড. সাইফুল ইসলাম রেজা, কবি আজিজুর রহমান, মরহুমের ছেলে ফিরোজ কবির, উদীচীর সম্পাদক গোলাম ফারুক মিথুন, ইসরাইল সেন্টু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, পরিষদের সহ-সভাপতি রেজাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরুসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় প্রয়াত শিক্ষাবিদ হুমায়ন কবিরের শিক্ষা ও সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
গত ১৮ জানুয়ারী দিবাগত রাত ২টা ২০ মিনিটে পরিষদের সভাপতি গুণী এই শিক্ষক হুমায়ন কবির হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইহোলোক ত্যাগ করেন।