বিএনপি অফিসে ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ সদর থানা ও পৌর বিএনপি অফিসে ককটেল হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। বুধবার গভীর রাতে পর পর ২টি ককটেল বিস্ফোরিত হয় অফিসের দরজায়। এতে দরজার উপরের অংশ ভেঙ্গে যায়। ¶তিগ্রস্থ হয়েছে ঘরের টিনের চালাও।
দলীয় সূত্র জানিয়েছে, গভীর রাতে দূর্বৃত্তরা একটি মোটরসাইকেলযোগে এসে বিএনপি অফিসে পর পর ২টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সরজমিন তদš— করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানান, জেলার নেতৃবৃন্দ জেলার বাহিরে থাকায় পরবর্তীতে এই হামলার আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় বিএনপি নেতা সাদিউল হক রঞ্জুসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।