১৮ দলের আগুন> দোকানেই পুড়ে মারা গেল আওয়ামীলীগ নেতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে সোমবার রাতে আওয়ামীলীগ নেতার দোকানে ১৮ দলের কর্মীদের আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় দোকানেই পুড়ে মারা গেছে আওয়ামীলীগ নেতা ও শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতি’র সভাপতি এনামুল হক। আগুনে এনামুল হকের হার্ডওয়ারের দোকানসহ পার্শবর্তী কয়েকটি দোকানের কয়েক লড়্গ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ ও স'ানীয়রা জানায়, সন্ধ্যায় শিবগঞ্জ পদ্মা সিনেমা হলের কাছ থেকে যৌথ বাহিনী সদস্যরা শিবগঞ্জ পৌর যুবদলের সহ-সভাপতি সালাউদ্দীনকে গ্রেফতার করে। সালাদ্দীনকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরপরই ১৮ দলের সমর্থকরা শিবগঞ্জ বাজারের বিড়্গোভ শুরম্ন করে এবং ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এসময় দুর্বৃত্তরা আওয়ামীলীগ নেতা এনামুল হক খানের হার্ডওয়ারের দোকানে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। মুর্হুতেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এনামুলের দোকানের আগুন ছড়িয়ে পড়ে পাশের আরো দুটি দোকানে। স'ানীয়রা জানায়, এ সময় শিবগঞ্জ বাজারে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের মাঝে আত্মংক ছড়িয়ে পড়ে এবং ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। আগুন দেয়ার ঘটনার বেশ কিছুড়্গণ পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস'লে এসে ১ ঘন্টারও বেশী সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস'লে আসলেও হামলাকারীরা আগেই পালিয়ে যায়। রাত ১১টার দিকে দোকানের গোডাউন ঘরে পুড়ে মারা যাওয়া এনামুল হক খানের লাশ উদ্ধার করা হয়।  

,