জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
ক্রীড়া প্রতিবেদক █
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা কমিটির ব্যবস'াপনায় শুরম্ন হয়েছে ৪৩তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস'া ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস'ার সহ-সভাপতি আব্দুল হান্নান। এসময় আরও উপসি'ত ছিলেন হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক আনোয়ার জাহান, শরীরচর্চা শিড়্গক আলাউদ্দীন, বাইরম্নল ইসলাম, আব্দুল মতিন, খালেদুল ইসলাম, মমতাজ মহলসহ বিভিন্ন স্কুলের শিড়্গক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ভলিবলের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে গোমসত্মাপুর উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়। তারা ২-০ গেমে নাচোল উপজেলার হাটবাকইল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।