জাতীয়তাবাদী সাইবার ফোর্সের চাঁপাইনবাবগঞ্জ কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে মাহফুজুর রহমান মুকুলকে আহ্বায়ক, গোলাম কবিরকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও ইবনে হাবিব আল মারুফকে সদস্য সচিব করা হয়েছে। 
৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মামুন রানা এবং মহাসচিব আব্দুল্লাহ আলী জাবিদ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত জেলা কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাইবার জগতে জাতীয়তাবাদী আদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ভূমিকা রাখবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ জানুয়ারি ২০২৬