অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

  

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায়  নয়ন আলী (২৪) নামের একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিত নয়ন রাজশাহী জেলার তানোর উপজেলার ময়েনপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। 
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদ ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা খয়রাবাদ এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দেশীয় লোহার তৈরি ২টি ওয়ান শুটারগানসহ নয়ন আলীকে আটক করা হয়। ব্যাপারে এসআই শ্রীকান্ত বিশ্বাস বাদী হয়ে পরদিন ১৭ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় ১৮৭৮ সালের (সংশোধিত ২০০২) এর ১৯ এ ধারায় নয়ন আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 
মামলার তদন্ত কমকর্তা গোমস্তাপুর থানার  এসআই মো. আলমগীর কবির মামলার তদন্ত শেষে একই বছরের ১৪ অক্টোবর নয়ন আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ জানুয়ারি ২০২৬