রহনপুরে পুনর্ভবা নদী পাড়ে মিলল পরিত্যক্ত ৮ ককটেল




চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে রহনপুর বেলিব্রিজ সংলগ্ন পুনর্ভবা নদীর পাড় থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান,  সকালে নদীর পাড়ে পলিথিন মোড়ানো দুটি সন্দেহভাজন বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিন ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। 
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, রহনপুর পুনর্ভবা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ দুটি পাওয়া যায়। একটি প্লাস্টিক ব্যাগে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো আটটি ককটেল সদৃশ বস্তু এবং অন্যটিতে কিছু ধানের ভুষি ছিল।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বস্তুগুলো বর্তমানে পুলিশি পাহারায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল টিমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ জানুয়ারি ২০২৬