জামায়াতের নির্বাচনী পথসভায় হামলা-ভাঙচুরের অভিযোগ



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখেরআলী-বিশ্বনাথপুরে এ ঘটনা ঘটে। হামলায় কেউ হতাহত হয়নি তবে সেখানে থাকা চেয়ার ভাঙচুর করা হয়েছে।

বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর রেজাউল করীম ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ
 এসব তথ্য জানিয়েছেন।

ইউনিয়ন জামায়াতের আমীর রেজাউল করীম বলেন, রাত সোয়া ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী কেরামত আলীর একটি নির্বাচনী পথসভার প্রস্তুতি চলছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। হামলাকারীরা পথসভাস্থলের বেশ কিছু চেয়ার ভাঙচুর করে।  

জামায়াত মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী জানান, এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ থানায় অভিযোগ দেয়া হবে।

অন্যদিকে বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, দুই দলের অফিস পাশাপাশি। জামায়াত কর্মীরা আমাদের অফিসের লাইটের ছবি তুলছিল। এ নিয়েই কথা কাটাকাটি হয়েছে। বড় কোনও ঘটনা ঘটেনি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের এ
কপর্যায়ে ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, জামায়াতের পথসভাস্থলে একটা ঝামেলা হয়েছে। তাৎক্ষনিক সেখানে পুলিশ যায়। তবে এ বিষয়ে কোন অভিযোগ দেন নি কেউ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ জানুয়ারি ২০২৬