চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার সদর উপজেলার আমনুরায় নসিমন গাড়ির ধাক্কায় মক্কা নামে এক ছয় বছরের শিশু নিহত হয়েছে। এছাড়াও নাচোলে নেজামপুর বাঁশবাড়িয়া তিন চাকার স্টারিং গাড়ির (ভুটভটি) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আসাদুজ্জামান রুবেল(২৫) নামে আরও একজন নিহত হয়।
নিহত রুবেল রাজশাহীর তানোর উপজেলার চৈতপুর গ্রামের আমিনুল ইসলাম হায়দারের ছেলে। আর মক্কা আমনুরা বালিকা পাড়ার আশিকের মেয়ে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে নাচোল বাঁশবাড়িয়া এলাকায় স্টারিং গাড়ির (ভুটভটি) সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রুবেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, বিকালে আমনুরায় বাবার হাত ধরে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল মক্কা। হঠাৎ বাবার হাত ছেড়ে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন গাড়ি সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মক্কাকে মৃত বলে ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ ডিসেম্বর ২০২৫

