চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী (২৫) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ  উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে এ ঘটনা ঘটে।
এদিকে নয়নের উপর হামলার পর তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে
 প্রতিপক্ষের লোকজন। পরে শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত নয়ন ওই উপজেলার নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের আবদুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  সন্ধ্যা ৬টার দিকে নয়ালাভাঙ্গা বাবুপুর মোড়ে একদল ব্যক্তি নয়নকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় নয়ন।

এ ব্যাপারে নিহত নয়নের মা শুকতারা বেগম কয়েকজনের নাম জানিয়ে বলেন, আকশ্মিক তাকে ডেকে নিয়ে ৮/১০ জনের একটি দল নয়ন কে কুপিয়ে হত্যা করে এবং এরপর বাড়িতে আগুন দেয়।তিনি ছেলে হত্যার বিচার দাবী করেন। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে এক ব্যক্তি মারা গেছেন। আধিপত্য বিস্তার নাকি অন্যকিছুর কারণে হত্যা, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় কেউ  কোন মামলা করতে আসেনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ ডিসেম্বর ২০২৫