এক রাতেই ভারী বৃষ্টিপাতে ভেসে গেছে ৪০০ পুকুর
এক রাতেই ভারী বৃষ্টিপাতে চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলায় ছোট ও বড় মিলিয়ে প্রায় ৪শ' পুকুর ভেসে গেছে। এতে মৎস্য চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতভর জেলাজুড়ে ভারি বৃষ্টিপাতে ক্ষতির শিকার হয়েছেন তারা। সেদিন জেলায় গড় ১৯১মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।
জেলা মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন,ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪০ হেক্টর জমির পুকুর পানিতে তলিয়ে ৩৫ মেট্রিকটন মাছ ভেসে গিয়ে। এই উপজেলায় মাছের আনুমানিক ক্ষতি হয়েছে ৭৩ লাখ টাকা। নাচোল উপজেলায় ২১ হেক্টর জমির পুকুরের আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের আড়াই মেট্রিক টন মাছ ভেসে গেছে। এছাড়াও শিবগঞ্জ উপজেলায় দেড় মেট্রিক টন মাছ পানিতে ভেসে গিয়ে ৫ হেক্টর পুকুরের ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর গোমস্তাপুর উপজেলায় ১দশমিক ১ হেক্টর জমির ৮০০ কেজি পরিমাণ মাছ ভেসে গেছে। এই উপজেলায় আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।
সরজমিন ঘুরে দেখা গেছে, ভারী বৃষ্টিতে পুকুর ভেসে যাওয়াই স্থানীয় শত শত মানুষ তাদের আবাদি জমি ও সমতল ভূমি থেকে প্রতিদিন গড়ে শত শত মন বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে বিক্রয় করছে। এতে মাছ চাষীরা চরম ক্ষতির মুখে পড়েছে। সরকারি সহযোগিতা ছাড়া তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না বলে জানিয়েছেন অনেক মাছ চাষীরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মৎস্য চাষি রবিউল আওয়াল বলেন, কিছুদিন আগে মাহাডাঙ্গা বিলে ১০ লাখ টাকার মাছ ছেড়েছিলাম। যদিও আগে থেকেই ওই বিলে আরও অনেক মাছ ছিল। কিন্তু ভারি বৃষ্টিতে বিল ভেসে গেছে। ভারী বৃষ্টির কারনে ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ভাষ্যমতে- মহাডাঙ্গা বিলের আশপাশের অন্তত ১৫টি পুকুর বৃষ্টির পানিতে ভেসে গেছে। সেসব মাছ চাষিরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান বলেন, গত শুক্রবার দিবাগত রাতে জেলাজুড়ে ভারি বৃষ্টিপাত হলে ভোলাহাট বাদে বাকি ৪ উপজেলার ৬৭ হেক্টর জমির পুকুর ভারি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে করে ৩৯ দশমিক ৩০ মেট্রিক টন মাছ ভেসে গেছে। যার আনুমালিক মূল্য ৮৪ লাখ টাকা।
আকস্মিক এই বৃষ্টিতে অনেক মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা মাঠে কাজ করতে গিয়ে যেটা দেখেছি অনেক পুকুর পাড়ে জাল দিয়ে বাঁধানো ছিল। যার কারণে অনেক পুকুরের মাছ ভেসে যেতে পারেনি।
তিনি আরও বলেন, আমাদের কর্মকর্তারা মাঠে আছে এবং বর্তমাণে করণীয় সম্পর্কে মাছ চাষিদের পরামর্শ দিচ্ছেন। এই বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরপণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। এই রিপোর্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ নভেম্বর ২০২৫

