চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রফিকুল ইসলাম ৬০) নামে এক বাই-সাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার গোবরাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল সদর উপজেলার বেহুলা-ডিহিপাড়ার হযরত আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে বাই-সাইকেলে যাচ্ছিলেন রফিকুল ইসলাম। এ সময় গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় স্থানীয় জনতা বাসটি আটক করলেও তার চালক ও হেল্পার পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ /নিজস্ব প্রতিবেদক/ ২৭ নভেম্বর ২০২৫

