চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ৩ জনের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাট উপজেলায় সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুইজনকে হাসপাতালে নিয়ে পথেই তাদের মৃত্যু হয়।
শনিবার ও রবিবার এই দুই উপজেলায় পৃথক ঘটনা ঘটে। মারা যাওয়া তিনজন হলো, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামের মহাদেব ওরফে কান্তু কর্মকারের ছেলে সুনীল কর্মকার (৩২), ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. আজিজুল হক (৪৮) এবং আলালপুর ক্যাম্পপাড়া মোঃ আওকাত আলীর ছেলে মোঃ রানাউল ইসলাম (৩১)।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত ওসি এসএম নুরুল কাদির সৈকত বলেন, শনিবার দিবাগত রাতে বাড়িতে শুয়ে ছিলেন সুনীল কর্মকার। এ সময় তাকে বিষাক্ত সাপে কামড় দিলে চিৎকার চেচামেচি করেন। পরিবারের সদস্যরা তাকে রামেকে নেয়ার পথে গোদাগাড়ি এলাকায় পৌঁছালে সুনীল মারা যান। যদিও তারা পরবর্তীতে কবিরাজের শরণাপন্ন হয়েছিল।
অন্যদিকে ভোলাহাট থানার উপ-পরিদর্শক আব্দুল বারি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী বলেন, ভোলাহাট সদর ইউনিয়নে শনিবার  সকাল বেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে আজিজুল হক সাপের কামড়ের শিকার হন। ওইদিন রাতে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে শনিবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় রানাউল ইসলামকে সাপে কাটে। পরেরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল নিয়ে যাওয়ার পথে মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ /নিজস্ব প্রতিবেদক / ০৫ অক্টোবর ২০২৫