৫ দফা দাবিতে সরকারি মাধ্যমকি শিক্ষকদের সংবাদ সম্মেলন



স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা। রবিবার বিকালে  নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই ৫ দফা দাবি জানান তারা।

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে   এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পড়েন বাসমাশিস’র রাজশাহী অঞ্চলের কোষাধ্যক্ষ নাসির উদ্দীন। 
লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়েল ১৫ হাজার শিক্ষকের জন্য পদন্নোতিযোগ্য পদ মাত্র ৪ শতাংশ। যৌক্তি কোন পদসোপান না থাকায় ৩২ বছর চাকরির পর অধিকাংশ শিক্ষক পদন্নোতি ছাড়াই অবসরে যান। এ বিষয়ে আদালতের একাধিক রায়ের পরেও শিক্ষক-কর্মকর্তারা পদন্নোতি, পদমর্যাদাসহ ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। 
এ অবস্থায় জরুরিভিত্তিতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করে শিক্ষাদের ন্যায্য প্রাপ্য দেয়ার দাবি জানানো হয়। 
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাসমাশিস’র রাজশাহী অঞ্চলের সভাপতি এ জেড এম শামিউল হক, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি শফিউল আজমসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং এন্ট্রিপদ ৯০ গ্রেড বাস্তবায়ন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ শাখার আহবায়ক লিনস হাঁসদা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ /নিজস্ব প্রতিবেদক / ০৫ অক্টোবর ২০২৫