বিশ্ব হাত ধোয়া দিবস পালিত



'হাত ধোয়ার নায়ক হোন’ এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  বুধবার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিক্ষার্থীদের হাত ধোয়া শেখানো ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। মুখ্য আলোচক ছিলেন জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ অক্টোবর ২০২৫