৫ দফা দাবিতে একযোগে ৪টি স্থানে জামায়াতের মানববন্ধন



পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ  ৫-দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে  জামায়াত।
বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতে ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে শহরের চারটি স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তার। 
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী। অন্যদিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। এদিকে শহরের বড় ইন্দারা মোড়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর। এছাড়াও একই সময় শহরের শান্তি মোড়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুখলেসুর রহমানসহ অন্যরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ৫ দফা দাবি বাস্তবায়ন হলে জনগণের আস্থা পূনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিও জানান তারা। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ অক্টোবর ২০২৫