শিবগঞ্জে পদ্মায় গলিত মরদেহ উদ্ধার



সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভিতরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদী থেকে  অজ্ঞাত একব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা সেতারা পাড়া পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহটির পরিচয় সনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ওয়াহেদপুর সীমান্তবর্তী কদমতলা-সেতারা পাড়া থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের একব্যক্তির মরদেহ ভাসতে দেখে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি এই ব্যক্তির মৃত্যু ২-৩দিন আগে হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশরারুল হক বলেন,   সীমান্ত পিলার ১৩/২-এস হতে আনুমানিক ০৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে মরদেহ দেখতে পেয়ে আমরা পুলিশকে অবগত করেছি। অন্যদিকে গোড়াগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুর রহমান জানান, মৃত ব্যক্তির হাতে রাখি পরানো রয়েছে। এতে ধারণা করা হচ্ছে যে মরদেহটি ভারতের নাগরিকের হতে পারে। এছাড়া এখন পর্যন্ত কেউ মরদেহটির নাম শনাক্ত করতে পারেনি এবং বাংলাদেশি কেউ দাবিও করেনি।
উল্লেখ্য৷ গত ২ আগস্ট শিবগঞ্জ উপজেলার তারাপুরের শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই বাংলাদেশির মরদেহ পদ্মা নদী থেকে
উদ্ধার করা হয়। তবে ওই দু' জনকে হত্যার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ আগষ্ট ২০২৫