গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরে ডুবে ২ বছর বয়সী রেদওয়ান ওরফে রিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের কাজল দিঘি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
মারা যাওয়া রিহান ওই গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি গ্রামে বাড়ির পাশে কাজল দিঘি নামক পুকুর পাড়ে খেলাধুলা করছিল রিহান। সবার অগচরে সে পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় তার পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পুলিশ মরদহটি পরিবারে হস্তান্তর করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ আগষ্ট ২০২৫

