মহানন্দায় ভাসছিল একব্যক্তির মরদেহ



চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দলদলী ইউনিয়নের মহানন্দা নদীর ফহরম ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটির পরিচয় সনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, মহানন্দা নদীতে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের একব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা  পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য  জেলা হাসপাতালে মর্গে পাঠায়। সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে এ নিয়ে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, মরদেহটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি এই ব্যক্তির মৃত্যু ২-৩দিন আগে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
 এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ আগষ্ট ২০২৫