সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, হোসেন শাহনেওয়াজ, রফিকুল আলম, মনোয়ার হোসেন জুয়েল, ফয়সাল মাহমুদ, মেহেদী হাসান।
সমাবেশে বক্তারা তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ /নিজস্ব প্রতিবেদক / ১০ আগষ্ট ২০২৫

