শিবির নেতা তুহিন হত্যা মামলায় রুহুল ও রাব্বানী ৩দিনের রিমান্ডে




শিবির নেতা আসদুল্লাহ তুহিন হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ও সহসভাপতি ডা. গোলাম রাব্বানীর ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশারাফুল ইসলাম এ আদেশ দেন। এতথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান।
ওসি জানান, শিবির নেতা তুহিন হত্যা মামলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রুহুল আমীন ও গোলাম রাব্বানীর ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে বুধবার শুনানি শেষে আদালতের বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী সারওয়ার্দী বাদল বলেন, গত ২৮ জুলাই পুলিশ ওই দুজন আসামীর ১০দিনের রিমান্ড আবেদন করেন। পরে বুধবার বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
প্রসঙ্গত-  ২০১৫ সালের ২৬ জানুয়ারি আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে তুলে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। পরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে দাবি করে র‌্যাব। ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে নিহেতর মামা কবিরুল ইসলাম হত্যা মামলা করেন। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক র‌্যাবের ডিজি, সাবেক সংসদ আব্দুল ওদুদ, পুলিশ-আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়। মামলাটিতে গোলাম রাব্বানী ও রহুল আমীন এজহার ভুক্ত ২ ও ৩ নম্বর আসামি । 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ জুলাই ২০২৫