চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। গত শনিবার বিকাল বেলা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে রুটটিতে যাতায়াত করা সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজশাহীগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে । কিন্তু রাজশাহীগামী বাসের কাউন্টার বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা সিএনজিচালিত বা অটোরিকশা করে রাজশাহীর দিকে রওনা দিচ্ছেন। এতে গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে তেমনি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে রাজশাহী মহানগরী থেকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গোদাগাড়ীর বালিয়াঘাটা মোড় পর্যন্ত বাস চলাচল করছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে সরাসরি কোন বাস ছেড়ে যাচ্ছে না।
রাজশাহীর রেলগেট এলাকা থেকে বাসে ওঠা এক যাত্রী ইমরান বলেন, ‘গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ হলেও বাসওয়ালারা বলছে, গোদাগাড়ীর বালিয়াঘাটায় নামিয়ে দেবে। এরপর সেখান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসতে হলো।’ বাস থেকে নামিয়ে দেওয়া, বাড়তি ভাড়া, বারবার ওঠানামা- সব মিলিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসবের দ্রুত সমাধান দরকার।’
বাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি
আব্দুল কাদের কামাল বলেন, বাস চলাচলের
নির্ধারিত সময় নিয়ে গোদাগাড়ীতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসচালক, শ্রমিকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করেন রাজশাহীর চালকেরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, রবিবার রাতে সমস্যার সমাধান নিরসনে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মিটিং করেছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করে রাজশাহী বাসচালক ও শ্রমিকরা। যার কারণে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যার সমাধান নিরসনে আমরা স্থানীয়ভাবে মিটিং করেছি। আগামীকাল বেলা ১১টায় রাজশাহীর মালিক-শ্রমিক ও চাঁপাইনবাবগঞ্জে মালিক শ্রমিক নেতাদের সঙ্গে মিটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ জুলাই ২০২৫

