ভোলাহাটে বিএনপির কার্যালয় ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থানীয় বিএনপির অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে এ ঘটনা ঘটে।
গোহালবাড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রওশান আলী বলেন, “বৃস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পানিতে ফেলে দিয়েছে।” এছারাও অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “ থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে আওয়ামী লীগের লোকজন জড়িত কথা বলা হয়েছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ' বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।'
এরআগে গত বুধবার মধ্যরাতে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ জুলাই ২০২৫

