চাঁপাইনবাবগঞ্জে ‘ভবঘুরে’ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) নিচে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে রেহাইচর এলাকায় মহানন্দা ব্রীজের নিচে থেকে এক বৃদ্ধের (৫৮) মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ব্রীজের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। রাতে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মতিউর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ জুলাই ২০২৫

