রাস্তা পারাপারে বৃদ্ধা ও নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার নয়াগোলা-সাতনইল ও শিবগঞ্জ উপজেলা চককীর্তিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা- শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বিমর্ষী গ্রামের মৃত কান্তর ছেলে মোয়াজ্জেম হোসেন (৮৫) ও রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ী দিঘী পাড়ার ফারুক হোসেনের ছেলে হৃদয় আলী (২০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, শনিবার দিবাগত রাতে মোটরসাইকেল যোগে আমনুরা থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে শহরের দিকে আসছিল হ্নদয়। সাতনইল এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই যুবককে গুরুত অবস্থায় জেলা হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১টার দিকে হৃদয়কে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি বিমর্ষী এলাকায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মোয়াজ্জেমকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে ভর্তি করে।
রোববার সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জেম মারা যায়।
আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মতিউর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ জুন ২০২৫