গোমস্তাপুরে পুকুর থেকে মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুর থেকে আমিন (৪৬) নামে এক আদিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কাসরাইল টিনু পাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
মারা যাওয়া আমিন ওই উপজেলার সুবইল গ্রামের বুধুর ছেলে। 
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে আমিন  পানিতে ডুবে মারা গেছে। 
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে  বলেও জানান ওসি। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৬ জুন ২০২৫