নিজ দেশে আম বাগান গড়ে তুলতে বাংলাদেশের সহযোগিতা চায় আলজেরিয়া
আম চাষ ও প্রক্রিয়াজাত করণের জন্য বাংলাদেশিদের সহযোগিতা নিতে চায় আফ্রিকার দেশ আলজেরিয়া। বাংলাদেশিরা দেশটিতে গিয়ে আম বাগান গড়তে চাইলে জমি, সেচ ও বিদ্যুৎসহ যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।
শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ‘আলজেরিয়ার সাথে কৃষি-বাণিজ্য এবং বিনিয়োগ ও কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণ শীর্ষক এক সভায় বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলৌহাব সাইদানি এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, আলজেরিয়ায় অনেক জমি ফাঁকা পড়ে রয়েছে। এসব জমিতে আম বাগান গড়ে তুলতে আগ্রহী। এ জন্য বাংলাদেশিদের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশিরা সেখানে গিয়ে আম বাগান গড়ে তুলতে চাইলে বিনামূল্যে জমি দেয়া হবে।
রাষ্ট্রদূত আরো বলেন, আম ও আম প্রক্রিয়াকরণ পণ্যসহ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আলজেরিয়া আগ্রহী এবং সেলক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বাণিজ্যকে ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে যাত্রীবাহী বিমানের পাশাপাশি কার্গো বিমান চালু করা হবে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্ভবনার দরজা খুলে যাবে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি নূরুল মোস্তফা ও সম্পাদক আলী হায়দার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশসের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অন্যরা।
এর আগে চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন রাষ্ট্রদূত এবং পরে তিনি দেশের সব চেয় বড় আম বাজার কানসাট পরিদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ জুন ২০২৫