চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ১২ জন

 

চাঁপাইনবাবগঞ্জে বর্ষা শুরুর আগেই বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর কোনো তথ্য পাওয়া না গেলেও চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি দেখা দিয়েছে। 
শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে রবিবার সকল ৮ টার পর থেকে  সন্ধ্যা পর্যন্ত আরো ৩ জন শনাক্তের তথ্য পাওয়া গেছে। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছেন, বর্ষার আগে এবার মে মাসের শেষের দিকে এসে ডেঙ্গু রোগী দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে আগাম বর্ষার কারণে এমনটা হয়েছে। তবে আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ভয়াবহ হতে পারে। এখন থেকেই ব্যবস্থা গ্রহণ না করলে স্বাস্থ্য ঝুঁকিতে দেখছে স্বাস্থ্য বিভাগ।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, গত কয়েকদিন ধরে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি  রয়েছে ১২ জন। অধিকাংশ রোগী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার। এই মহল্লায় কিছু কিছু ক্ষেত্রে সপরিবারে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। 
তিনি আরো বলেন-অন্যান্য বছর জুলাই-আগস্ট থেকে ডেঙ্গু দেখা দিলেও এবার মে মাসের শেষের দিকে এসেই ডেঙ্গু দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে আগাম বর্ষার কারণে এমনটা হচ্ছে। এটা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করা না হলে বড়ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে বল মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ মে ২০২৫